০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, আয়তন বৃদ্ধি ও পরিবহন সংকট নিরসন সহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে আমরণ অনশন শুরু করা ছাত্রদের কাছে ছুটে যান ভিসি মোহাম্মদ তৌফিক আলম। তিনি রাত ১টার দিকে অনশনস্থলে হাজির হয়ে প্রথমে ছাত্র-ছাত্রীদের অনশনের মত কঠোর কর্মসূচী থেকে বিরত থাকার অনুরোধ করেন। তাতে কাজ না হওয়ায় মশারি টাঙিয়ে রাতভর শিক্ষার্থীদের পাশেই ছিলেন ভিসি।এর আগে রাত ১২টার দিকে ভিসি একাডেমিক ভবনের নিচ তলায় অনশনে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ভিসি জানান, তাদের যৌক্তিক দাবি আদায়ে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিয়ে তিনি ও মন্ত্রণালয়সহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনও কাজ করছেন। এক সপ্তাহের মধ্যেই কার্যক্রমের অগ্রগতি প্রকাশ পাবে। তবে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা...