জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। আজ শুক্রবার এক বিবৃতিতে বিএনপি জানায়, জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের মনে যে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনের প্রত্যাশা জেগেছিল, তা বিভ্রান্তি ও হতাশার জন্ম দেবে। এটি গণতন্ত্র ও জুলাইয়ের চেতনার পরিপন্থী বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। বিবৃতিতে বিএনপি আরও বলে, ভিন্নমত থাকতেই পারে, তবে শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া আসলে স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন। প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অনিবার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কর্মকাণ্ড চলমান...