ঢাকার লালমাটিয়ার কলাকেন্দ্রে শুরু হয়েছে শিল্পী শিশির ভট্টাচার্য্যের শিল্পকর্মের প্রদর্শনী। সেখানে স্থান পেয়েছে শিল্পীর ৯৫টি ড্রয়িং; সব কটিই রেখাচিত্র। ১৯৯০ সাল থেকে শুরু করে ২০২৩-২৫ সালের ড্রয়িংও আছে। শুক্রবার সন্ধ্যায় শিল্পীর বন্ধু-স্বজনদের নিয়েই হয়েছে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন। উপস্থিত ছিলেন চিত্রশিল্পী রফিকুন নবীসহ অনেকে। 'রেখাচিত্র' শিরোনামে এই প্রদর্শনীর আয়োজন করেছে কলাকেন্দ্র; যা চলবে ২৭ সেপ্টেম্বর। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। ২০১৩ সালে শিশির ভট্টাচার্য্য ‘দাগ—তামাশা’ নামে সবশেষ প্রদর্শনী করেছিলেন। উদ্বোধন করেছিলেন শিল্পী মুর্তজা বশীর। শিশির ভট্টাচার্য্য বলেন, "অনেক দিন হয়ে গেল, অনেক কিছুই ইতিহাসের মত। এখন ২০২৫, এক যুগই বলা যায়।" এবারের প্রদর্শনীর অধিকাংশ শিল্পকর্ম কোনো পরিকল্পিত প্রদর্শনীর জন্য নয়; বরং জীবনের নানা সময়, পরিস্থিতিতে খণ্ড খণ্ড অনুভবের মুহূর্তে আঁকা ড্রইং বলে শিল্পীর ভাষ্য। এসব শিল্পকর্ম...