দাবি পূরণে উপাচার্যের লিখিত আশ্বাস পাওয়ার পর আমরণ অনশন ভেঙেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচি শুরুর পর প্রায় ২৪ ঘণ্টা পর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জুস পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম । শিক্ষার্থী গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ বলেন, “উপাচার্য লিখিতভাবে বরিশাল বিশ^বিদ্যালয়ের উন্নয়ন রোডম্যাপ দিয়েছেন। তিার আশ্বাসে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে। অসুস্থ শিক্ষার্থীরা এখন সুস্থ রয়েছেন।” উপাচার্যের সই করা রোডম্যাপ চারটি দাবি পূরণ করার কথা বলা হয়েছে। সেগুলো হলো- ১. উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দিয়ে তার পর থেকে ছয় মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করা। ২. আগামী মঙ্গলবারের মধ্যে বিভিন্ন রুটে শিক্ষার্থীদের বাসের সিটের চাহিদা নির্ধারণ করে বাসের সংখ্যা বৃদ্ধি করা।...