‘ভারতকে টুকরো করে দাও’- এমন আহ্বান জানিয়ে একটি বিতর্কিত বার্তা পোস্ট করার পর অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুন্থার ফেহলিঙ্গার-ইয়ানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে নয়াদিল্লি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ফেহলিঙ্গারের পোস্টটিকে চিহ্নিত করে এক্স কর্তৃপক্ষকে নির্দেশ দেয় অ্যাকাউন্ট বন্ধ করতে। এরপরই ভারতে সেটি অকার্যকর করা হয় বলে জানিয়েছে এনডিটিভি। ফেহলিঙ্গার এক্সে লিখেছিলেন, “আমি ভারতকে ভেঙে এক্সইন্ডিয়া করার আহ্বান জানাচ্ছি। নরেন্দ্র মোদী রাশিয়ার মানুষ। আমাদের স্বাধীনতার বন্ধু চাই খালিস্তাননেট।”—এর সঙ্গে তিনি একটি খালিস্তানের মানচিত্রও প্রকাশ করেন। এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তার এক্সের পোস্টটির একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে ভারতের একটি বিতর্কিত মানচিত্র। সেখানে ভারতের প্রায় সব অঞ্চলকে পাকিস্তান,বাংলাদেশ এবং ‘খালিস্তানের’ অংশ হিসেবে দেখানো হয়েছে। ফেহলিঙ্গার-ইয়ান ইউক্রেইন, কসোভো, বসনিয়া ও অস্ট্রিয়ার নেটো সদস্যপদ...