জামালপুরের সরিষাবাড়ীর ঝিনাই নদীতে যাত্রীবাহী ডিঙি নৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে তার ৭ বছরের মেয়ে। শুক্রবার সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলার ধারাবর্ষা খেয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে। মোর্শেদা বেগম নামের ৪০ বছর বয়সী ওই নারী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের আনসার আলীর স্ত্রী। তাদের মেয়ে শোভা আক্তারের খোঁজ মেলেনি এখনো। কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, উপজেলার সৈয়দপুর ও ধারাবর্ষা এলাকায় দুইদিন ব্যাপী নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। নৌকা বাইচ দেখে মোর্শেদা বেগম ও তার মেয়ে বাড়ি ফেরার জন্য খেয়া ঘাটে আসেন। ঘাটে মাঝি না থাকায় যাত্রীরাই ডিঙি নৌকা চালিয়ে পারাপার হচ্ছিলেন। এক পর্যায়ে মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় নৌকার যাত্রীরা পাড়ে উঠতে সক্ষম হলেও...