দুর্ঘটনায় আহত হয়ে হাত-পায়ে ব্যান্ডেজ বেঁধে হাসপাতালে শয্যাশায়ী বর আনন্দ সাহা। এদিকে পূর্বনির্ধারিত লগ্ন যে বয়ে যায়। অগত্যা হাসপাতালের বেডেই সম্পূর্ণ হলো বিয়ের আনুষ্ঠানিকতা। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এমনই বিয়ে হলো মানিকগঞ্জের বেসরকারি আফরোজা বেগম জেনারেল হাসপাতালে। বছর খানেক আগে পরিচয় আনন্দ সাহা ও অমৃতা সরকারের। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। গত বছরের ১৫ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের দিনক্ষণ নির্ধারিত হয়। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া এক দুর্ঘটনায় বদলে যায় সব পরিকল্পনা। গত ৭ আগস্ট রাতে ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে মানিকগঞ্জে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত হয় আনন্দ। তার দুই হাত ও একটি পা ভেঙে যায় এবং কোমরে প্রচ- আঘাত পায়। দুর্ঘটনার পরে আফরোজা বেগম জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়। এখনও তিনি বিছানা থেকে...