০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম নবী করিম (সা.) যে দিন জন্মগ্রহণ করেন সেদিন পারস্য সাম্রাজ্যের হাজার বছরের অগ্নিকু- হঠাৎ নিভে যায়। অগ্নিদেবতা, সূর্য ও পাথরপূজারি পুরোহিতরা সম্রাটকে বলে শেষ জামানার নবী এসে গেছেন। রোমান সাম্রাজ্যের রাজপ্রাসাদের স্তম্ভ ভূকম্পনে ধসে পড়ে। সিজারকে তার ধর্মযাজকরা সংবাদ দেন যে, আখেরি জামানার নবী দুনিয়ায় এসে গেছেন। হযরত নবী করিম (সা.)-এর মা বিবি আমেনার চোখে ভেসে ওঠে প্রাচ্য থেকে প্রতিচ্যের বড় বড় সব শক্তিকেন্দ্রসমূহ। দামেস্কের পুরাতত্ত্ব, হিরাক্লিয়াসের গর্বিত স্থাপনা, ইয়েমেনের প্রাচীন দুর্গ ইত্যাদি পর্যন্ত প্রলম্বিত আলোক স্তম্ভ। অলৌকিকতায় ভরা সন্তান ধারণ, প্রসব ও নবজাতকের প্রভুত আচরণ তাকে মুগ্ধ ও বিস্মিত করে দেয়। এরপর শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন ও পৌঢ়ত্ব সবই ছিল তার অপার অলৌকিকত্বে পূর্ণ। বাস্তবভিত্তিক জীবন-সংগ্রাম আর...