পেশাগত দায়িত্ব পালনকালে আদালতে সাংবাদিকদের ওপর কয়েকজন আইনজীবীর হামলা ও হেনস্তার ঘটনায় নিন্দা-প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছে সাংবাদিকদের দুটি সংগঠন ও একটি রাজনৈতিক দল। শুক্রবার, (০৫ সেপ্টেম্বর ২০২৫) পৃথক বিবৃতি দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আদালতের এজলাসে আইনজীবীদের হামলা ও হেনস্তার শিকার হন সাংবাদিক মুক্তাদির রশীদ রোমিও এবং আসিফ মোহাম্মদ সিয়াম। বিচারকের সামনেই সিয়ামকে ঘিরে ধরে মারধর করেন কয়েকজন আইনজীবী। ঘটনার সূত্রপাত হয় যখন পান্নার কাছে মুক্তাদির রশীদ জানতে চান তাকে কারাগারে নির্যাতন করা হয়েছে কিনা। সে সময় তাকে এজলাস থেকে বের হয়ে যেতে ধমকাতে থাকেন আইনজীবী মহিউদ্দিন মাহী। একপর্যায়ে এ আইনজীবী মুক্তাদির রশীদকে...