বাংলাদেশের বাজারে নিত্যপণ্যের দাম দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। চাল, ডাল, তেল, পেঁয়াজ থেকে শুরু করে প্রতিদিনের প্রয়োজনীয় সবজির দামও বাড়ছে লাগাতার। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্বল্প ও নির্দিষ্ট আয়ের মানুষ। সীমিত আয়ের সঙ্গে বাজারের খরচ মেলানো এখন তাদের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব ও বাজার মনিটরিং দুর্বল হওয়ায় প্রতিদিনই তারা নতুন করে চাপের মুখে পড়ছেন। বেড়েছে আটা-ময়দার দাম, আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ চাল অধিকাংশ মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামে, ইলিশের দাম বেড়েছে শুক্রবার, (০৫ সেপ্টেম্বর ২০২৫) কথা হয় বেসরকারি চাকরিজীবী মো. আরিফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি। মাস শেষে যা পাই তাতে ভাড়া, বিদ্যুৎ, গ্যাস বিল মিটিয়েই টানাটানি চলে। এখন বাজারে গেলে দেখি...