০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ এএম ইসলামী ঐক্য আন্দোলন আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান-২৪ পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে জাতীয় নেতৃবৃন্দ বলেছেন, এই বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ চেয়েছিল তা পায়নি। এই না পাওয়ার কারণ বিপ্লোত্তর আমূল পরিবর্তন ও বিপ্লবী সরকার গঠন না হওয়া। ফলে প্রায় দুই হাজার লোকের শাহাদাত বরণ ও হাজার হাজার মানুষ পঙ্গুত্বের জীবনবরণ করলেও লক্ষ্য অর্জিত হয়নি। দীর্ঘ ১৬ বছর পর স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিলেও এক বছরের মাথায় আবারো নতুন ভাবে ফ্যাসিস্টদের আসার আনাগোনা ও তাদের সকল ষড়যন্ত্র কার্যকর রয়েছে।গতকাল শুক্রবার বাদ আসর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের ড. শামসুর আলম খান মিলনায়তনে ইসলামী ঐক্য আন্দোলন কর্তৃক আয়োজিত গোল টেবিল বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন। এতে...