০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একসময় ইমাম মেহেদী দাবিকারী নুরাল পাগলার মৃত্যুর পর তার কবর ভিন্নরীতিতে দেয়া হয়েছে। এ নিয়ে বেশ কিছুদিন ধরে জনতাদের মধ্যে উত্তেজনা চলছিল। গতকাল শুক্রবার জুম্মবাদ গোয়ালন্দ উপজেলা আনসার ক্লাব চত্বরে এলাকার ধর্মপ্রাণ জনতা একত্রিত হয়। পরে নুরাল পাগলের আস্থানায় হামলা করে। এসময় পুলিশের দুটি গাড়ী, ইউএনওর গাড়ী ভাঙচুর করে। আগুন ধরিয়ে দেয় মাজারে। এ সময় নুরাল পাগলের অনুসারী ও উত্তেজিত জনতার ইট, পাথর নিক্ষেপে হযরত আলী, শাকিব শেখ, আ.আজিজ, আলামিন হাবিব, আলম মিয়া, মোয়াজ্জেম, রাজু শেখ, রাতুল, আলমাস, হান্নান, সেহেদী রাহেলা, মুসা মোল্লা, মান্নান, বিজয় কুমার সাহা, রাসেল, রিপন, সুমি, মিথিলা, উজ্জল, শিমুল হোসাইনসহ অন্তত ৫০জন আহত হয়েছে। আহতদেরকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা...