০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ এএম নাশকতা মামলায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আড়িয়া ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া কলেজ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ আল মামুন স্থানীয়দের সঙ্গে কলেজ চত্বরে কথা বলছিলেন। এসময় কালিদাসপুর ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জানান, থানার ওসির সঙ্গে দেখা করতে হবে। পরে দৌলতপুর থানার একটি পিকআপ ভ্যান এসে তাকে থানায় নিয়ে যায়।দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, ফিরোজ আল মামুনের বিরুদ্ধে নাশকতা ও ফিলিপনগর এলাকায় আসামি ছিনতাইয়ের মামলা রয়েছে। গতকাল তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ১২০ বছর বয়সেও অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করেন বাকেরগঞ্জের আবদুল মজিদ...