ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে। শুক্রবার ছুটির দিনেও প্রচারণা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে প্রার্থীদের পদচারণায় মুখর ছিল আবাসিক হলগুলো। এদিন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস পদের প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন মাহিন সরকার। নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আবু বাকের মজুমদারকে সমর্থন দেওয়ার কথা জানান তিনি। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ’ প্যানেল অন্য কোনো প্যানেলের সঙ্গে জোটে যাচ্ছে না বলে জানিয়েছেন সহ-সভাপতি (ভিপি) প্রার্থি আবিদুল ইসলাম। আর বিজয়ী হলে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা আবাসন ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। গতকাল শুক্রবার ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় আবাসিক হলগুলোতে বিশেষ প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন আবাসিক সমস্যার কথা শুনেছেন এবং সমাধানের আশ্বাস...