কানাডার আঞ্জিকুনি হ্রদের পাশে ছোট্ট একটি গ্রাম। সেখানে বাস করত প্রায় ২ হাজারের মতো মানুষ। এক রাতের আঁধারে গায়েব হয়ে যায় গ্রামের সব মানুষ। এমনকি রাতারাতি গ্রাম থেকে উধাও হয়ে গিয়েছিল কবরে থাকা সব লাশ। সেই গ্রাম পৃথিবীর মানুষের কাছে ‘ভিলেজ অব ডেড’ নামে পরিচিত। ১৯৩০ সালে একজন সাংবাদিক ম্যানিটোবার নিকটবর্তী আজনিকুনি হ্রদের পাশেই একটি গ্রামের কথা প্রকাশ করেন। ঘটনার প্রথম প্রত্যক্ষদর্শী, জো লাবেল নামের একজন পশম ব্যবসায়ী। লাবেলের ভাষ্যমতে, তিনি একদিন পশম সংগ্রহের উদ্দেশে ওই গ্রামে যান। আর গ্রামের ভেতর গিয়ে দেখেন, সেখানে একটি মানুষও নেই। গ্রামের সব মানুষ, কোথায় যেন উধাও হয়ে গেছে। ঘটনার আকস্মিকতায় খেই হারিয়ে ফেলেন ‘জো লবেল’। দ্য রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশকে খবর দেন তক্ষুনি। মেজর থিওডোর লিস্টোর্টের নেতৃত্বে গোটা গ্রাম ও আশপাশের এলাকা তন্ন...