টেকনাফের বাহারছড়ায় অস্ত্রের মুখে প্রতিবন্ধী কিশোরসহ তিনজনকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার আলাদা আলাদ স্থান থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের আব্দুস সালামের ছেলে সুলতান আহমেদ (৩২), আবুল মনজুরের ছেলে রাহমত উল্লাহ (১৫) ও আব্দুল্লাহের ছেলে মোহাম্মদ আলী (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে বাহারছড়া পাহাড়ি এলাকায় কৃষি কাজ করতে গেলে পাহাড়ি সন্ত্রাসীরা প্রথমে মোহাম্মদ আলীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। একই দিন বাহারছড়া চৌকিদার পাড়ার প্রতিবন্ধী কিশোর রাহামত উল্লাহকে ক্ষেতে যাওয়ার সময় অপহরণ করা হয়। অন্যদিকে পানের বরজে কাজ করার সময় সুলতান আহাম্মদ নামে আরেকজনকেও ধরে নিয়ে যায়...