০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম এবি ব্যাংক পিএলসি। দেশের তালিকাভুক্ত প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান। আধুনিক এবং ডিজিটাল ব্যাংকিংয়েও অনন্য নাম। ব্রান্ড ব্যাংক হিসেবে চার দশকেরও বেশি সময় ধরে অনেকবার দেশ সেরা ব্যাংকের খেতাব পেয়েছে ব্যাংকটি। রাজনৈতিক পালাবদলে সাময়িক সংকটে পড়লেও, গ্রাহকের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে স্বাভাবিক ধারায় ফিরছে ব্যাংকটি। গত ৫ মে থেকে এবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছেন সৈয়দ মিজানুর রহমান। এর আগে গত বছরের ডিসেম্বর থেকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যাংকটির হাল ধরেন তিনি। সম্প্রতি দৈনিক ইনকিলাবের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ব্যাংকের চ্যালেঞ্জ ও সংকট উত্তোরণের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন সৈয়দ মিজানুর রহমান। সাক্ষাৎকার নিয়েছেন বিজনেস এডিটর হাসান সোহেল। হাসান সোহেল : এবি ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে...