গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিযোগে বাংলাদেশিদের জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে উন্নত জীবনের আশায় গত বছরের অক্টোবরে ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রুবেল (ছদ্মনাম)। মাত্র আট দিন পরেই তাকে আটক করা হয়, নেয়া হয় ডিটেনশন সেন্টারে। এরপর অপরাধীর মতো আটকে ফেরত পাঠানো হয় দেশে। তার ভাষায়, ‘পুরা পেটে শিকল আছিলো, হাতে হাতকড়া ছিল, তারপর দোনো পায়ে কড়া লাগানো ছিল।’ এভাবেই ৬০ ঘণ্টার বিমানযাত্রায় ক্লান্ত-অবিশ্রান্ত হয়ে দেশে ফিরেন যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশী রুবেল। দেশে ফেরত পাঠানোর আগে প্রায় ১০ মাস সেখানে রাখা হয় ২৯ বছর বয়সী এ যুবককে। কিন্তু ডিটেনশন সেন্টারে দেয়া হতো না পর্যাপ্ত খাবার। অবৈধ অভিবাসনের অভিযোগে সর্বশেষ সামরিক বিমানে চাপিয়ে অন্য অনেকের সঙ্গে দেশে ফেরত পাঠানো হয় তাকে। সঙ্গে ছিল অন্য দেশের কয়েকজন নাগরিকও। তাদের সবাইকে শিকল বেঁধে,...