০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নেওয়ার অংশ হিসেবে পাঁচটি নতুন করিডোর খুলতে সম্মত হয়েছে পাকিস্তান ও চীন। চীন সফরে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার এ কথা জানান। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর ২.২ এর অধীনে নতুন করিডোরগুলো খোলা হবে।প্রতিবেদনে বলা হয়েছে, শাহবাজ শরীফ এবং চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে এক বৈঠকে দুই দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, মিডিয়া, কৃষি এবং অন্যান্য ক্ষেত্রেও সমঝোতা স্মারক সই হয়েছে।উভয় পক্ষ তাদের সম্পর্কের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সিপিইসি’র পরবর্তী পর্যায়ে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।এর আগে ২ সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং এবং শাহবাজের মধ্যে তাদের বৈঠকে উভয় নেতা পাকিস্তান ও চীনের মধ্যে ‘লৌহ-দৃঢ়’ কৌশলগত সহযোগিতা আরও জোরদারে সম্মত হন।শাহবাজ শরীফ শিগগিরই চীনা পুঁজিবাজারে...