০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম মহান আল্লাহ তায়ালা নূর নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ) কে সমগ্র সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল কুরআনে ইরশাদ হয়েছে “আর আমিতো আপনাকে সৃষ্টিকুলের জন্য শুধু রহমত রূপেই প্রেরণ করেছি”। (সূরা আল আম্বিয়া: আয়াত ১০৭) এই আয়াতে সুস্পষ্ট ভাবে ঘোষণা করা হয়েছে যে, বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) সৃষ্টিকুলের জন্য রহমত। এখানে ‘আলামীন’ শব্দটি ‘আমল’ শব্দের বহুবচন। মানুষ, জ্বিন, ফিরিশতা, জীবজন্তু, উদ্ভিদ, জড় পদার্থসমূহ সবই আলমের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ (সাঃ) সবার জন্যেই রহমত স্বরূপ ছিলেন, আছেন এবং থাকবেন। প্রকৃতই তার এই পৃথিবীতে আগমন সমগ্র সৃষ্টিকুল বিশেষত্বঃ সমগ্র মানব জাতির জন্য আল্লাহর রহমত ও অনুগ্রহ। হাদীস শরীফে এসেছে রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: “আমিতো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত”। (তাবরানী: মুজামুল আওসাত:...