০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ এএম তুরস্কের প্রেসিডন্টে রজব তাইয়্যেপ এরদোগান বুধবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘কাফের’ এবং ‘অত্যাচারী’ বলে নিন্দা করেছেন এবং ঘোষণা করেছেন যে গাজার ফিলিস্তিনিরা যখন নির্যাতনের মুখোমুখি হচ্ছে তখন মুসলিম বিশ্ব চুপ করে থাকতে পারে না।‘এই কারণেই, বিশ্বের যেখানেই একজন মুসলিম থাকুক না কেন, আমাদের হৃদয়, আমাদের মন এবং আমাদের আত্মা তাদের সাথে আছে। এই কারণেই আমরা সকল মুসলিমকে একই দেহের অংশ হিসেবে দেখি, চিরুনির দাঁতের মতো, ভবনের ইটের মতো। এই কারণেই আমরা এখন ফিলিস্তিনে আছি। এই কারণেই আমরা এখন গাজায় আছি। এই কারণেই আমরা কখনই ফিলিস্তিনে কী ঘটছে, নেতানিয়াহু নামক সেই কাফেরের অত্যাচারের শুধু দর্শক হিসেবে থাকতে পারি না,’ মওলিদ আল-নবী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এরদোগান তার ভাষণে বলেন।নবী হযরত...