০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম অপরাধমুক্ত সমাজ গড়ার কথা বলতেন পাড়া-মহল্লায়, এমনকি সোশ্যাল মিডিয়ায় বানাতেন এসব বিষয়ে ভিডিও। এর মাধ্যমে মনোজ কুমার সিং নামের ভারতীয় এক ইউটিউবার মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তবে এর আড়ালে নিজেই জড়িত ছিলেন অপরাধমূলক কর্মকা-ে।ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি ২০ লাখ রুপি মূল্যের সোনা ও নগদ এক লাখ রুপি চুরির দায়ে ওই মোটিভেশনাল স্পিকারকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর থেকে তাকে নিয়ে চলছে নানা আলোচনা।ভারতের ওড়িশার ভুবনেশ্বর-কটকের পুলিশ কমিশনার সুরেশ দেব দত্ত জানান, মনোজ কুমার সিং কটকের বাসিন্দা। সম্প্রতি ভরতপুরের একটি বাড়িতে চুরির ঘটনায় মনোজকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ২০ লাখ মূল্যের সোনার গয়না এবং এক লাখ রুপি নগদ অর্থ পাওয়া যায়। গ্রেফতারের...