০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৯ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। প্রতি বছর এ দিনটিকে ডায়াবেটিস সেবা দিবস হিসেবে পালন করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ৮টায় বনানীস্থ কবরস্থানে সমিতির বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম জেনারেল হাসপাতালের কমপ্লেক্সে এবং বিআইএইচএস জেনারেল হাসপাতাল ও এনএইচএন-এর বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হবে। এছাড়া বারডেম নার্সিং কলেজ ও বারডেম ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সমন্বয়ে বারডেম হাসপাতালে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় বারডেম মিলনায়তনে বিশেষজ্ঞ ডাক্তার ও রোগীদের মধ্যে...