০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সতের বছর সংগ্রামের পর তরুণ ছাত্র-যুবক ও তাদের অভিভাবকরা একজোট হয়ে হাসিনার মাফিয়া তন্ত্রের অবসান ঘটিয়েছে। আল্লার গজব পড়েছে শেখ হাসিনার উপর, যার ফলে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও দেশের দায়িত্বে আসবে। আমাদের দায়িত্ব হচ্ছে যেন আমরা আওয়ামী লীগের মতো না হই। তারা দুর্নীতি, মানিলন্ডারিং, গুম, খুনসহ দেশের মানুষকে অবিচারে ভাসিয়েছে। আমাদের উচিত তাদের কর্মকান্ড থেকে শিক্ষা নেওয়া। গতকাল মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন...