০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রামে আজ শনিবার অনুষ্ঠিত হবে ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুছ। ৫৪ তম এই জুলুছ বা বরর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেবেন পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ। তার সাথে থাকবেন সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ এবং সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ। জুলুছ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও জুলুছে লাখো মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদী আয়োজকরা। এ উপলক্ষে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে জুলুছের বিস্তারিত তুলে ধরেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহসহ অতিথিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে তিনি বলেন, এবারের ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি হতে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের এইরা পৃষ্ঠে...