০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মানব জাতির মহোত্তম পথপ্রদর্শক, নবীকুলশ্রেষ্ঠ হযরত মুহম্মদ (সা.)- এর জন্ম ও ওফাত দিবস। ৫৭০ খ্রিস্টাব্দে বিশ্বের কেন্দ্রভূমি পবিত্র মক্কা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। কেবল তাঁর অনুসারীদেরই নন, তিনি জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল মানুষের আদর্শ ও পথপ্রদর্শক। পবিত্র কোরআনে আল্লাহপাক বলেছেন, আপনাকে আমি জগৎসমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। মহানবী (সা.) বিশ্বমানবের সেরা পথপ্রদর্শক, মহান শিক্ষক ও অনুপম আদর্শ। আল্লাহপাক রাসুল (সা.) কে বিশেষ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। বলেছেন: তিনিই সেই সত্তা যিনি নিরক্ষদের মধ্য থেকে একজন রাসুল প্রেরণ করেছেন, যিনি তাদের তার আয়াত পড়ে শুনান, শিক্ষা দেন ও পবিত্র করেন এবং তাদের কিতাব শিক্ষা দেন ও হিকমত তথা জ্ঞান-বিজ্ঞান শিক্ষা দেন।...