০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টাইমফ্রেম বেঁধে দেয়া হয়েছে। রোজার আগে নির্বাচনের লক্ষ্যে আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা দিতেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে তিনশ আসনের সীমানা এবং ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। জাতীয় নির্বাচন ঘিড়ে যখন প্রস্তুতি চলছে তখন তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নিয়ে ক্যাম্পাস সরগরম হলেও সাধারণ মানুষের এই ভোট নিয়ে তেমন আগ্রহ নেই। ধারণা করা হয়েছিল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে রাজধানীবাসীসহ সারাদেশের মানুষের মধ্যে আগ্রহ বাড়বে। কিন্তু ক্যাম্পাসের বাইরে সোশ্যাল মিডিয়ায় প্রচারণার তোলপাড় ছাড়া সাধারণ...