০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক গতকাল জুমার বয়ানে বলেন, রবিউর আউয়ালের ডাকই হচ্ছে ঈমানে ডাক। রাসূল (সা.)-এর সীরাত কীভাবে আমাদের জীবনে আসতে পারে তার ফিকির করতে হবে। রাসূল (সা.) আদর্শকে অনুসরণ করতে পারলেই দুনিয়া ও আখেরাতে শান্তি। সীরাতুন্নবী সম্পর্কে মনগড়া কিছু বলা যাবে না। নবী করীম (সা.) সীরাত থেকে মার্কেটিং শিখতে হবে। একজন ক্রেতা-বিক্রেতার আচরণ কিরূপ হবে তা’ নবীর সীরাত থেকেই শিখতে হবে। খতিব বলেন, দেশে কত সংস্কার হচ্ছে। সংস্কার করতে হলে রাসূল (সা.) সীরাত থেকে শিক্ষা নিয়ে সংস্কার করতে হবে। অন্যথায় মুসলিম উম্মাহর সংস্কার হবে না। খতিব বলেন, ঈদে মিলাদুন্নবী পালনের কথাটি সঠিক নয়; সীরাতুন্নবী কর্মসূচি পালন করতে হবে। আল্লাহপাক ঈদ বলতে বছরে দু’টি...