০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.) আল্লাহর চির-শাশ্বত বাণী কুরআন মজিদ নিয়ে আবির্ভূত হন আজ থেকে দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে। তার ডাকে সাড়া দিয়েছিলেন আরবের সর্বস্তরের সত্যাশ্রয়ী মানুষ; নারী-পুরুষ, বৃদ্ধ-যুবক ও কিশোর শ্রেণী। মক্কার কুরাইশদের চরম অত্যাচার-নিপীড়ন মাথায় নিয়ে যারা মহানবীর পয়গাম বুকে ধারণ করতে এগিয়ে আসেন তারা সবাই ছিলেন যৌবনদীপ্ত। আবু বকর (রা) এর মতো লোকেরা চল্লিশোর্ধ হলেও তাদের অন্তর ছিল তারুণ্যে উদ্দীপিত, মনোবল ছিল লড়াকু, যৌবনের বসন্তের শিহরণ ছিল সর্বাঙ্গে। বর্তমান সময়ে পৃথিবীর বুকে চরম নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চলছে ফিলিস্তিনে, গাজায়। ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর যুক্তরাষ্ট্র ও পশ্চিমাবিশ্ব দিচ্ছেন এই নির্যাতন ও হত্যাযজ্ঞে সহায়তা। এই নিপীড়নের চেয়ে হাজার গুণ বেশি মারাত্মক ছিল মক্কায়...