০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ এএম আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি কার্গো ফ্লাইট কাবুল পৌঁছেছে। গতকাল শুক্রবার ১১ দশমিক ২২৭ টন ত্রাণ সহায়তা নিয়ে দেশটিতে পৌঁছায় বিমানবাহিনীর বিশেষ এই ফ্লাইটটি। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে বিমান বাহিনীর বিমানটি রাতেই বাংলাদেশে ফিরে আসবে।সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন বিমানটি বাংলাদেশ ত্যাগের আগে এ উপলক্ষে প্রেস ব্রিফিং করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে এ পর্যন্ত ১ হাজার ৪০০-এর অধিক মানুষ নিহত হয়েছেন,...