০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ এএম ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকু-া, পাকশী ও সাঁড়া ইউনিয়নের আটটি গোচারণভূমিসহ পদ্মা নদীর পাড়ঘেঁষা নিচু এলাকা তলিয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় খামারিরা। গবাদিপশুর খাবারের অভাবে তারা শহরমুখী হচ্ছেন। ঝুঁকি নিয়ে কেউ কেউ রেললাইনের ধারে গরু-মহিষ চরাচ্ছেন।সাঁড়া ইউনিয়নের ঝাড়ি গোপালপুর গ্রামের খামারি লুৎফর রহমান বলেন, প্রতি বছর বর্ষায় পদ্মার পানি ওঠে কিছুদিনের মধ্যে নেমে যায়। কিন্তু এবার যে হারে পানি বাড়ছে, তাতে কমপক্ষে দুই-তিন মাস সময় লাগবে নামতে। এরপর ঘাস জন্মাতে আরো এক মাসের বেশি সময় লাগবে। এ কারণে এবার গবাদিপশু নিয়ে দুর্ভোগ বেড়ে যাবে।সাঁড়া ইউনিয়নের চরাঞ্চলে প্রায় ৬৫টি পরিবারের বসবাস। তাদের রয়েছে অন্তত এক হাজার মহিষ, ৫-৬ শত গরু, প্রায় পাঁচ শত ভেড়া-ছাগল, আড়াই শত হাঁস এবং দেশি মুরগি।...