নিজস্ব প্রতিবেদক: প্রতারণার মাধ্যমে রিট পিটিশন দাখিল করে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর সংস্কার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে ৬ ব্যক্তিকে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত তাঁদের ভবিষ্যতে এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। দণ্ডিত ব্যক্তিরা হলেন—এম এ সবুর, বশির আহমেদ, শওকত আজিজ রাসেল, বজল আহমেদ, আহমেদ আরিফ বিল্লাহ ও সুজন চন্দ্র নাথ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর ঘনিষ্ঠজনদের নেতৃত্বাধীন ইউসিবি'র পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। এরই ধারাবাহিকতায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৩ জনের শেয়ার জব্দ করারও নির্দেশ দেয়। এর পরেই গ্রুপটির একটি অংশ ২০২৫ সালের জুলাইয়ে কোম্পানির ১০ শতাংশের বেশি শেয়ারহোল্ডার দাবি করে কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪-এর ২৩৩ ধারার অধীনে রিট...