আগে যেমনটা বলেছিলাম, মনে হয় না আর বিশ্বকাপে খেলব। সবচেয়ে যুক্তিসংগত বিষয় হলো, বয়সের কারণেই আমি হয়তো খেলতে পারব না। তবে এখন আমরা (বিশ্বকাপের) প্রায় কাছাকাছি চলে এসেছি, তাই বিশ্বকাপ খেলার উৎসাহ কাজ করছে। আমি সবসময় বলি, প্রতিদিনের হিসাব করেই চলি আমি। প্রতিটি ম্যাচ ধরে আমি এগিয়ে যাই। সবসময় চেষ্টা করি নিজের প্রতি সৎ থাকতে। যখন ভালো অনুভব করি, খেলা উপভোগ করি। আর যখন করি না, তখন সত্যিই ভালো লাগে না। তাই যদি ভালো না লাগে, তবে...