মিয়ানমারের কারারুদ্ধ নেত্রী অং সান সু চির গুরুতর অসুস্থতার খবর জানিয়েছেন তার ছেলে কিম আরিস। তিনি বলেছেন, সু চির হৃদরোগের সমস্যা আরও অবনতির দিকে যাচ্ছে এবং তার জরুরি চিকিৎসা প্রয়োজন। নির্মম ও জীবনের জন্য হুমকি হয়ে থাকা সামরিক হেফাজত থেকে সু চিকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়ার এক আবেদনে শুক্রবার একথা জানিয়েছেন আরিস। লন্ডন থেকে রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরিস বলেন, “সঠিক ডাক্তারি পরীক্ষা ছাড়া তার হৃদযন্ত্রের অবস্থা বোঝার কোনও উপায় নেই। আমি ভীষণ উদ্বিগ্ন। এমনকি তার জীবিত থাকার বিষয়টি যাচাই করারও কোনও উপায় নেই।” নোবেল শান্তি পুরস্কারজয়ী এই নেত্রী হাড় ও দাঁতের সমস্যায়ও ভুগছেন বলে জানিয়েছেন আরিস। তিনি আরও বলেন, মার্চে মিয়ানমারে ভূমিকম্পে আহতও হয়ে থাকতে পারেন সু চি। ওই ভূমিকম্পে ৩ হাজার ৭০০-র বেশি মানুষের প্রাণহানি ঘটে। ফেইসবুকে প্রকাশিত এক...