অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রীয় সংস্কার ‘অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী’ বলে মন্তব্য করছেন সফররত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ। পাশাপাশি সহিংসতা, সাংবাদিকদের হয়রানি এবং কোনও ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যের প্রেক্ষাপটে প্রকৃত গণতন্ত্রের আবির্ভাব হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তিন দিনের ঢাকা সফরের শেষ দিনে বৃহস্পতিবার ধানমণ্ডিতে টিআইবির কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠানে টিআই প্রধান ভ্যালেরিয়াঁ বলেন, “রাষ্ট্রীয় সংস্কার অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। আমাদের বিশ্বব্যাপী অভিজ্ঞতায়, এগুলো কেবল তখনই সফল হতে পারে, যদি তারা একটি টেকসই ছন্দে এবং একটি স্পষ্ট রোডম্যাপসহ ব্যাপক কাঠামোগত সংস্কারের লক্ষ্যে স্থির থাকে।” তিনি বলেন, “পরিশেষে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল- সহিংসতা, ক্ষমতার অপব্যবহার সম্পর্কে জনসাধারণকে অবহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সাংবাদিকদের হয়রানি এবং যেকোনো কারণে কোনও ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যের প্রেক্ষাপটে প্রকৃত গণতন্ত্রের আবির্ভাব হতে পারে...