গাজীপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় নওগাঁ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ হাসান (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী লতিফা জেসমিন (৪৮) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজ হাসান রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি হিসেবে কর্মরত ছিলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, জেলা পুলিশ লাইন্সের সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস চাপা দেয়। এতে মোস্তাফিজুর রহমান নামে নওগাঁ জেলা ডিবি পুলিশের ওসি মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে ওসি মোস্তাফিজ হাসান ও তার স্ত্রী...