রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের পাশে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন একজন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজিচালক মো. ইমরান (৫০) ও যাত্রী মো. শহিদুল (৫০)। আহত মো. রফিকের (৫০) নাম-পরিচয় জানা যায়নি। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মী পবিত্র জানান, মেয়র হানিফ ফ্লাইওভারের পাশে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে তারা সেখানে যান। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে আনা হয়। রাত ৯টার দিকে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত ইমরান মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের...