নীলফামারীতে শ্রমিকের প্রাণহানির ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও মিছিল করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। এ সময় জুলাই সনদে গণতান্ত্রিক শ্রম আইনের নিশ্চয়তা ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফশিলের আগে শ্রম আইন সংশাধনের দাবি জানান তারা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহীম চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপ্রধান তাসলিমা আখ্তার, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। আরও বক্তব্য রাখেন, গার্মেন্ট শ্রমিক সংহতি নেতা কেন্দ্রীয় সহ সভাপ্রধান অঞ্জন দাস, শ্রমিক নেতা আকলিমা আখতার, হযরত বিল্লাল, নুরুল ইসলম, আরশাদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শাহীদা বেগম, হাবিবুর রহমান প্রমুখ। সমাবেশে সংহতি বক্তব্য রাখেন, নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজতিা দেব, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, বহুমুখী শ্রমজীবী হকার...