কক্সবাজারের বাঁকখালী নদী তীরে পঞ্চম দিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে স্থানীয়দের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়েছে বুলডোজার। এ সময় সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে জ্বালানো হয় আগুন। এমন পরিস্থিতিতে অভিযান সাময়িক স্থগিত ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে নুনিয়ার ছড়া ও নতুন বাহারছড়া অংশে অভিযানে যায় বিআইডব্লিউটিএ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনা সদস্য, পুলিশ, র্যাব বুলডোজার নিয়ে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বেশি দূর এগোতে পারেননি। এর আগেই আজ সকাল থেকে শহরের প্রধান সড়কের পাশাপাশি বিমানবন্দর সড়কে নেমে আসে শত শত স্থানীয় জনতা। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং শহরের বিমানবন্দর সড়কের মুখে ব্যারিকেড দিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। সড়কে ঠেলা গাড়ি ফেলে তৈরি করা হয় প্রতিবন্ধকতা। অভিযানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সেনা সদস্যরা অবরোধকারীদের সঙ্গে...