গাজীপুর শহরে পুলিশ লাইনসের সামনে রাস্তা পারাপারের সময় বাসচাপায় নওগাঁ জেলা ডিবি পলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ হাসান নিহত হয়েছেন। এ সময় তাঁর স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হন। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে। নিহত ডিবির ওসি মোস্তাফিজ হাসান রাজশাহীর কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহত স্ত্রী লতিফা জেসমিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মেহেদী হাসান জানান, তারা স্বামী-স্ত্রী পুলিশ লাইনসের সামনে নিজদের ব্যবহৃত প্রাইভেটকার রেখে রাস্তার অন্য পাশের দোকানে যান এবং সেখান থেকে রাস্তা পার হয়ে গাড়ির কাছে আসার...