লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে দারুণ এক দিনে জয় দিয়ে যুব ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। প্রথম ম্যাচে ব্যাট হাতে রিজান হোসেনের ঝলমলে সেঞ্চুরি আর বল হাতে সামিউন বাসিরের ধ্বংসাত্মক স্পিনে ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়েছে আজিজুল হাকিমের শিষ্যরা।টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা সুবিধাজনক হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। দলীয় ৬৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও পরিস্থিতি সামাল দেন চারে নামা রিজান হোসেন। দারুণ ধৈর্য আর শট নির্বাচন দিয়ে খেলেন ১০১ বলে ১০০ রানের ইনিংস, যেখানে ছিল ৯টি চার আর ১টি ছক্কা।তার সঙ্গে চতুর্থ উইকেটে ১৪৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন কালাম সিদ্দিকী। তিনি খেলেন ৮৪ বলে ৬৮ রানের ইনিংস। ওপেনার জাওয়াদ আবরারের ৪০ রানের সহায়তায় নির্ধারিত ৫০ ওভারের আগেই ২৯২ রানে থামে...