ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেল ভাঙতে ‘মন্ত্রিপাড়া’ থেকে প্রার্থীদের চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন প্যানেলটির ভিপি প্রার্থী জামাল উদ্দীন মুহাম্মদ খালিদ। এ প্যানেলের জিএস প্রার্থী এনসিপির বহিষ্কৃত নেতা মাহিন সরকারও সেই চাপের কারণে শুক্রবার ভোট থেকে সরে দাঁড়িয়েছেন বলে অভিযোগ জামাল উদ্দীনের। শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে ‘জরুরি সংবাদ সম্মেলন’ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাহিন। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় একই জায়গায় সংবাদ সম্মেলনে আসেন জামাল উদ্দীন। ‘সমন্বিত শিক্ষার্থী সংসদের’ এ ভিপি প্রার্থী বলেন, “আজকে আমাদের প্যানেল থেকে মাহিন সরকার চলে গেছে, শুধু তা না। আমার প্যানেলের অনেক প্রার্থীকে ‘মন্ত্রিপাড়াসহ’ বিভিন্ন জায়গা থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে যেন তারা বসে যায়।” তার অভিযোগ, “আমাদের প্যানেল ভাঙার...