রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহাদী দাবিদার নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে বাদ জুমা বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় মো. রাসেল মোল্লা (২৮) নামে একজন নিহত ও পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এদিকে রাজশাহীর পবা উপজেলার বড়গাছিতে খানকা শরিফ ভাঙচুর করেছে ‘বিক্ষুব্ধ জনতা’। জুমার নামাজের পর দেড় শতাধিক মুসল্লি বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামের খানকা শরিফ ভাঙচুর করে। গোয়ালন্দ (রাজবাড়ী) : ২৩ আগস্ট নুরাল পাগলের মৃত্যুর পর তার লাশ দরবারের মধ্যে মাটি থেকে ১২ ফুট উঁচু স্থানে বিশেষ কায়দায় দাফন করা হয়। এটি ‘শরিয়ত পরিপন্থি’ দাবি করে ধর্মীয় অনুভ‚তিতে আঘাতের অভিযোগে কয়েক দিন ধরে ইমান-আকিদা রক্ষা কমিটির ব্যানারে আন্দোলন করে আসছিল জনতা। শুক্রবার বিকাল ৪টার দিকে নুরাল পাগলের লাশ উঁচু কবর থেকে তুলে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে মহাসড়কে আগুন...