পাঁচ ম্যাচ যুব ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। প্রথমে ব্যাট করে রিজান হোসেনের সেঞ্চুরিতে বাংলাদেশ করে ২৯২ রান। এরপর সামিউন বাসিরের বোলিং–নৈপূণ্যে ইংল্যান্ডকে ২০৫ রানে অলআউট করে ৮৭ রানের জয় পায় আজিজুল হাকিমের দল। লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে চারে নামা রিজান খেলেন ১০১ বলে ১০০ রানের ইনিংস। তাঁর ইনিংসটিতে ছিল ৯টি চার ও ১টি ছয়। দলের ৬৯ রানে তৃতীয় উইকেটের পতনের পর রিজানের সঙ্গে চতুর্থ উইকেটে ১৪৮ রানের জুটিতে সঙ্গ দেন কালাম সিদ্দিকী। তাঁর ব্যাট থেকে আসে ৮৪ বলে ৬৮ রান। এ ছাড়া ওপেনার জাওয়াদ আবরার ৪০ রান করেন। তিন শর সম্ভাবনা জাগানো বাংলাদেশ ২৯২ রানে থামে ৪৯.২ ওভারে। রান তাড়া করতে নেমে ইংল্যান্ডকে আশা দেখান আইসাক মোহাম্মদ। ওপেনিংয়ে নামা এই...