বিশ্বের বিভিন্ন দেশে ফুটসাল বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশে নতুন শুরু হচ্ছে খেলাটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) বেশ ইতিবাচক ফুটসালের উন্নতিতে। লম্বা সময়ের ক্যাম্পের সঙ্গে শুরুতেই নিয়ে এসেছে বিদেশি কোচ। বাংলাদেশও শুরুতেই কঠিন মিশনে নামছে। চলতি মাসেই এশিয়া কাপের বাছাই খেলবে বাংলাদেশ ফুটসাল দল। নতুন পথচলায় কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ। অনভিজ্ঞ দলের অভিজ্ঞতার ঝুলি ভারী করতে সবরকম প্রচেষ্টাই করে যাচ্ছে বাফুফে। দেশের ফুটসালের জন্য ভালো প্রশিক্ষণ ব্যবস্থা না থাকায় টুর্নামেন্টের প্রায় দুই সপ্তাহ আগে মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ। সেখানে বিভিন্ন দলের সঙ্গে ম্যাচও খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী রোববার বাছাইপর্বের আয়োজক দেশ মালয়েশিয়ার বিমান ধরবে বাংলাদেশ। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে কথা বলেন ফুটসাল দলের কোচ ও বাফুফে কর্মকর্তারা। ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘৬০০ ট্রায়াল থেকে ৫০, এরপর...