০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ পিএম সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দুটি মূল্যবান উপহার ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছেন। তার এই সততার জন্য নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসিয়েছেন। শ্রীলঙ্কায় একটি মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি একটি দামি ব্র্যান্ডের হাতঘড়ি উপহার পেয়েছিলেন। তিনি জানান, ঘড়িটি তার পছন্দ হয়েছিল এবং লোভও হয়েছিল। কিন্তু দেশে ফিরে তিনি সেটি তোষাখানায় জমা দেন। এছাড়া, ভারতীয় একটি বিদ্যুৎ কোম্পানির প্রধান তার সঙ্গে দেখা করতে এসে একটি আইপ্যাড উপহার দিতে চেয়েছিলেন। ফাওজুল কবির এটি গ্রহণ না করে ফিরিয়ে দেন। উপদেষ্টা তার এই অভিজ্ঞতার কথা নিজের ফেসবুক পোস্টে শেয়ার করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে, জনপ্রতিনিধিদের জন্য প্রলোভনের ঊর্ধ্বে ওঠাই প্রধান কাজ। তিনি আরও আশা প্রকাশ...