০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ পিএম গাইবান্ধার সুন্দরগঞ্জে টাকার লোভ দেখিয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ঘটনাটি উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে ঘটেছে। ধর্ষিতা শিক্ষার্থী ওই গ্রামের মো. মনিরুল ইসলামের মেয়ে ও স্থানীয় ঝিনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রবার রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে খাওয়া দাওয়া শেষে নিজ বাড়িতে একাই একটি আলাদা রুমে শুয়ে পড়েন ওই শিক্ষার্থী। পরে রাত সাড়ে ১২ টার দিকে দক্ষিণ ধুমাইটারী গ্রামের মো, মো. জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ সজিব মিয়া (২০) ওই মেয়ের শয়ন...