রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নিজেকে ইমাম মাহদি দাবিকারী নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদজুমা গোয়ালন্দ উপজেলা আনসার ক্লাব চত্বরে এলাকার নুরাল পাগলের আস্তানায় হামলায় প্রথমে আহত হন তিনি। নিহত ব্যক্তি উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা জুট মিস্ত্রিপাড়ার মো. আজাদ মেম্বারের ছেলে মো. রাসেল মোল্লা (২৮)। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মো. রাসেল মোল্লার চাচাতো ভাই জেলা ছাত্রদলনেতা শাহারিয়ার আদনান নুর ইসলাম। এক সময় ইমাম মাহদি দাবিকারী নুরাল পাগলার মৃত্যুর পর তার কবর ভিন্নরীতিতে দেওয়া হয়। এ নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল উত্তেজনা। আজ বাদজুমা গোয়ালন্দ উপজেলা আনসার ক্লাব চত্বরে এলাকার ধর্মপ্রাণ জনতা একত্রিত হয়। পরে নুরাল পাগলার আস্থানায় হামলা করে। এ সময় পুলিশের দুটি গাড়ি, ইউএনওর গাড়ি ভাঙচুর করা...