ঢাকার লালমাটিয়ার ‘গ্যালারি ইলিউশনে’ শুরু হয়েছে ‘বাউন্ডারিস-৩’ শিরোনামে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। শুক্রবার শুরু হওয়া এ প্রদর্শনীতে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও নেপালের ২৩ শিল্পীর ৪৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে ছয়টি ভাস্কর্য আর ৩৯টি চিত্রকর্ম রয়েছে বলে প্রদর্শনীর ‘কিউরেটর’ মাহফুজা বিউটি জানিয়েছেন। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেসে মাহফুজা বিউটি আয়োজন করেন ‘নো বাউন্ডারি-১’। পরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজন করা হয় ‘বাংলাদেশ-আমেরিকা ফ্রেন্ডশিপ এক্সিবিশন’। ২০২৩ সালে দশ দেশের শিল্পীদের নিয়ে বাংলাদেশে মাহফুজা আয়োজন করেন ‘বাউন্ডারি-২’ প্রদর্শনী। ২০২৪-২০২৫ সালে বাংলাদেশ ও কানাডায় তার আরও দুটি একক প্রদর্শনী হয়েছে। মাহফুজা বিউটি বলেন, “এবার আমি নতুনভাবে একটি গ্রুপ প্রদর্শনীর আয়োজন করেছি। এ উপলক্ষে আমার পূর্বের ‘চিরন্তন আর্ট গ্রুপ’ এর নাম পরিবর্তন করে রেখেছি ‘জিম ম্যাথিউ আর্ট নেটওয়ার্ক’। জিম ম্যাথিউ ছিলেন আমার মেন্টর, সহকর্মী ও শিল্পগুরু।...