প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার হাতছানি স্যাম কারানের সামনে। দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষের টি-টোয়েন্টি সিরিজের ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বেন ডাকেটকে। তাকেসহ নিয়মিত আরও কয়েক জন ক্রিকেটারকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল আগেই। এই সিরিজগুলোর জন্য আলাদা দল গত মাসেই দিয়েছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। শুক্রবার তারা কারানকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ২৪ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলা কারান এই বছরে কোনো সংস্করণেই খেলার সুযোগ পাননি। সবশেষ দেশের হয়ে খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে, টি-টোয়েন্টিতে। ইংল্যান্ডের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তার ছিল বড় অবদান, ফাইনাল ও টুর্নামেন্টের সেরা হয়েছিলেন তিনিই। ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স মেলে ধরে...